বিনোদন ডেস্ক: ‘সেদিনের পর থেকে আমি অনেক কিছু বলে দিতে পারি… আমি যা বরি, তা সব সত্য হয়ে যায়,’- এভাবেই পরিচয় করিয়ে দেয়া হলো রানুকে। হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘দেবী’র কেন্দ্রীয় চরিত্র, যাকে পর্দায় মূর্ত করে তুললেন জয়া আহসান, তার নতুন সিনেমায়।
প্রযোজক জয়া আহসান তার প্রথম সিনেমার গল্প হিসেবে বেছে নিয়েছেন মিসির আলি সিরিজের রহস্য উপন্যাসটিকে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে মিসির আলির। চঞ্চল চৌধুরীর মতো শক্তিমান অভিনেতার কাঁধে ভার এই কালজয়ী চরিত্রটিকে ফুটিয়ে তোলার। তবে ‘দেবী’র প্রথম টিজারে তিনি অনুপস্থিত। গোটা টিজার রানুকে ঘিরেই।
আটপৌরে ছিপছিপে তরুণী রানু। স্বামীর সংসার একাই করতে হয় যাকে। ঘরের অন্দর আর একচিলতে ছাদই যার জগৎ। কিন্তু এর বাইরেও যেন কিছু আছে। দুই মিনিটের টিজার শেষে অতিপ্রাকৃত সেই অস্তিত্ব ‘রানু’ ডাকে জানান দেয় নিজেকে। ছড়িয়ে দেয় রহস্যের আবেশ।
উপন্যাসের ১৬-১৭ বছরের রানুর চরিত্রটি কতটা ফুটিয়ে তুলতে পারবেন জয়া- সে নিয়ে অনেকেরই হয়তো শঙ্কা ছিলো। কিন্তু টিজারে জয়া আবারও প্রমাণ করলেন সেসব ভয় অমূলক। রানুকে তিনি ফুটিয়ে তুলেছেন সাবলিলভাবেই।
টিজারে এক ঝলকের জন্য দেখা মিলেছে শবনম ফারিয়ার। বোঝা গেছে উপন্যাসের নীলু চরিত্রটি করছেন তিনি।