
উপমহাদেশের অন্যতম ও প্রাচীন সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা মোঃ আকবর হোসেন ও সভাপতি আব্দুল হাই মামুন বাংলাদেশে যাওয়ার প্রাক্কালে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৮জুন) কুয়েতের পাঁচ তারকা হোটেল হলিডে ইন এর লবিতে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা মোঃ আকবর হোসেন, সভাপতি আব্দুল হাই মামুন,সহ-সভাপতি সুরুক মিয়া,সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ. জুবেদ,সহ-সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও প্রচার সম্পাদক আলাল আহমদ।
আলোচনা সভায় জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা জানান, সময়ের প্রয়োজনে চাহিদার নিরীক্ষে সমাজকল্যাণ মূলক কাজ আরো বেগবান ও সময়োপযোগী করে তুলতে প্রয়াস অব্যাহত রয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখা কমিটি কেন্দ্রীয় কমিটি ঢাকার সঙ্গে সমন্বয় করেও সর্বক্ষণ সামাজিক কাজে অংশগ্রহণ করছে বলে জানান উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।