
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর সহ সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন এর মায়ের মৃত্যুতে শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন।

যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আকবর হোসেন।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলিম উদ্দিন, সিনিয়ার সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী,হোসেন মোহাম্মদ আজিজ ও আবু সাইদ কুতুব উদ্দিন প্রমুখ।

বক্তব্য রাখেন, কামরুজ্জামান টিটু,সুরুক মিয়া,বিলাল উদ্দিন,ইসমাইল হোসেন হাওলাদার,নজরুল ইসলাম শাহিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে লিখিত শোকবার্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখায় মো: আকবর হোসেনকে প্রশংসা পত্র প্রদান করা হয়।
শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার আহমদ সেলিম।