সদ্য অনুমোদন প্রাপ্ত জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী এক শুভেচ্ছা বার্তায় দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
জালালাবাদের নেতারা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। তাদের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করি। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রতী হওয়াই কোরবানির মর্মবাণী। পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে জীবন-যাপনে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া আমাদের কর্তব্য। কোরবানির সে শিক্ষাকে বুকে ধারণ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।
তারা বলেন, আমাদের সংগঠন সম্প্রতি অনুমোদন পেয়েছে। খুব শিগগিরি আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুরু হবে।