স্টাফ রিপোর্টারঃ বিদায়ী বছরের প্রাপ্তি আর নতুন বছরের প্রত্যাশাকে সামনে রেখে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এক আড়ম্বরপূর্ণ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে জনতা গ্রুপ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাকের। জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৮০-এর দশক থেকে বর্তমান পর্যন্ত জনতা গ্রুপের ঈর্ষণীয় ব্যবসায়িক সাফল্যের দীর্ঘ পথচলা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা গর্বের সঙ্গে উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশী পণ্য আমদানিতে জনতা গ্রুপ এক অনন্য মাইলফলক সৃষ্টি করেছে এবং সফল আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে অষ্টম বারের মতো পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম ২০২৫ সালে টানা দশমবারের মতো সিআইপি (CIP) নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়েম আবুল কাশেম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন রানা, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক আলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জিসান মাহমুদ, আবু বক্কর সিদ্দিক পাভেল, সদস্য এবাদুর রহমান, লুতফুর রহমান, জাহিদ হোসেন জনি, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং জনতা গ্রুপের অফিস অ্যাডমিন সিরাজুল ইসলামসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিবছরের ন্যায় এবারও নববর্ষ উপলক্ষে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সাংবাদিকদের বৃহৎ সংগঠন “বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের” সাংবাদিকদের হাতে নতুন বছরের ডায়েরি ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেয় জনতা গ্রুপ কর্তৃপক্ষ। সাংবাদিক নেতারা জনতা গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং প্রবাসে দেশীয় পণ্যের বাজার সৃষ্টিতে তাদের বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।











