চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ২য় দফায় হত দরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে।
সারা উপজেলার ন্যায় মঙ্গলবার (২১মার্চ) সকালে সিংচাপইড় ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ইউনিয়নের ফোর ষ্টার ট্রেডার্স ও খান এন্টারপ্রাইজ এই দু’টি ডিলারশীপ কেন্দ্রের একটি ফোর ষ্টার ট্রেডার্স থেকে চাল বিক্রয়ের উদ্বোধন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব আব্দুস সবুর, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, ওয়ার্ড সদস্য মো. তুরন মিয়া, মো. ছাব্বির আহমদ, মো. মহিম উদ্দিন, আব্দুল জলিল, আংগুর মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা শাহানার বেগম, শফিকা বেগম, হায়াতুন নেছা, ইউপি ডিজিটাল সেন্টারের পরিচালক লিঙ্কন দেবনাথ, ডিলার মিনহাজ আহমদ, রানা মিয়া, যুবলীগ নেতা রাসেল মিয়া, ছাত্রলীগ নেতা রুসেল আহমদ প্রমূখ।
উল্লেখ্য, ফোর ষ্টার ডিলারশীপ থেকে প্রতি কার্ডধারীকে মাসে ৩০কেজি করে ইউনিয়নের ৬২০জনকে এবং খান এন্টারপ্রাইজ ডিলারশীপ থেকে ৩০১জনসহ মোট ৯২১জনকে উক্ত চাল প্রদান করা হবে। ২য় দফায় প্রথম দিনে ফোর ষ্টার ডিলারশীপ থেকে ৫৮২জন কার্ডধারীকে এবং খান এন্টারপ্রাইজ ডিলারশীপ থেকে ১৭৬জন কে চাল প্রদান করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই