চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ ছাতক পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের স্ত্রী রাশিদা আহমদ ন্যান্সি সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৩, ১৪ ও ১৫নং সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন। এলক্ষ্যে তিনি প্রচার-প্রচারনা ও চালিয়ে যাচ্ছেন বেশ জোরে-শোরেই। জেলা পরিষদে ১৫টি ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে ভাগ করা হয়েছে। এরমধ্যে বাংলাবাজার, লক্ষীপুর, নরসিংপুর, দোয়ারাবাজার, বগুলাবাজার ও সুরমা ইউনিয়ন নিয়ে ১৩নং ওয়ার্ড, ছাতক সদর, ছাতক পৌরসভা, ইসলামপুর, নোয়ারাই, কালারুকা ও খুরমা (উত্তর) ইউনিয়ন নিয়ে ১৪নং ওয়ার্ড এবং সিংচাপইড়, খুরমা (দক্ষিণ), দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজালাবাদ ও ভাতগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ১৫নং ওয়ার্ডে রাশিদা আহমদ ন্যান্সি সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশী। অবহেলিত এলাকার উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।