চীন প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে বাংঙ্গালী ও বাংলা ভাষাভাষীদের জন্য এই দিনটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন ইন চায়না (বিএসইউসি) এর পক্ষ থেকে অনলাইনে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন হয়।
আলোচনা সভার মুল বিষয় ছিল, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনাসহ পাশাপাশি বিএসইউসি চাইনিজ লানিং স্কুল এর ২০২১ সালের সকল এইচএসকে শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন, মোঃ আলাউদ্দীন।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ও বিএসইউসি চাইনিজ লানিং স্কুল শিক্ষক মোঃ আহনাফ তাহমিদ আনন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় করেন, শামীমা তাবাচ্চুম মোহনা এবং মোঃ কামাল মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএসইউসি এর উদ্যোক্তা সংগঠক মোঃ মাজহারুল ইসলাম মাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ আব্দুর রহিম, ফারুক পিয়াস, মোঃ জনি বেপারি, মোহাম্মদ সাতিল, শিরিন আক্তার, সেতু চাকমা সহ অন্যান্য শিক্ষার্থীর। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চীনে বসবাসরত বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।