অগ্রদৃষ্টি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এক নেপালি তরুণীকে চলন্ত গাড়িতে গণ-ধর্ষণের এক ঘটনায় পুলিশ আজ (মঙ্গলবার) তিনজন ট্যাক্সিচালককে গ্রেপ্তার করেছে।
সল্টলেকের পুলিশ বলছে ঐ গাড়িটিও তারা জব্দ করেছে।
রোববার রাতে কলকাতার সল্টলেক এলাকায় কথিত ঐ গণধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ধর্ষিতা ঐ তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন রাত এগারোটার দিকে সল্টলেকে একটি কফির দোকানে বন্ধুদের সাথে তার দেখা করার কথা ছিল। ট্যাক্সি থেকে নেমে রাস্তায় এক লোকের কাছে তিনি দোকানটির অবস্থান জানতে চান।
একটু পরেই ঐ ব্যক্তি এবং আরো তিনজন তাকে জোর করে একটি গাড়িতে তুলে চলন্ত গাড়িতে উপর্যুপরি ধর্ষণ করে।
পরদিন অর্থাৎ সোমবার একটি রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার একজন ট্যাক্সিচালক ঐ তরুণীকে পুলিশের কাছে নিয়ে যায়।
কলকাতার একটি পানশালার কর্মী ঐ তরুণী এখন হাসপাতালে।
২০১২ সালের গোঁড়ার দিকে কলকাতার পার্ক স্ট্রীট এলাকায় একটি পানশালা থেকে বেরুনোর পর একই কায়দায় এক তরুণীকে গাড়িতে উঠিয়ে ধর্ষণ করা হয়েছিল। ঐ ঘটনা নিয়ে তখন ব্যাপক তোলপাড় হয়েছিলো।