আব্দুর রহিম
♡♡♡♡♡♡♡♡
দাম কমেনি তেলের কভূ
দাম কমেনি চালে ,
দ্বন্দ্ব ফ্যাসাদ বেড়েই চলছে
প্রতি সালে সালে ।
পুড়ছে গাড়ি ভাঙ্গছে বাড়ি
মানুষ যাচ্ছে মারা ,
দিনে দিনে আমরা সবাই
হচ্ছি স্বজন হারা ।
আদি থেকে অদ্যাবধি
ঘোষক পিতা নিয়ে ,
দেশের ক্ষতি কম হয়নি
হিসাব করুন গিয়ে ।
কানা কড়িও লাভ হয়নি
হচ্ছে বরং ক্ষতি ,
দ্বন্দ্ব ফ্যাসাদ কমছে নাতো
বাড়ছে নিতুই অতি ।
পুড়ছে গাড়ি মারছে মানুষ
ঝলসে গেছে মুখ ,
মরছে কতো নর নারী
শূন্য মায়ের বুক ।
লাভ হলোনা কিছুই তাতে
ঘোষক পিতা কারো ,
বরং দেখি ঝগড়া ঝাটি
বাড়ছে কতো আরো ।
ঝগড়া ঝাটি দ্বন্দ্ব ফ্যাসাদ
করে কিবা লাভ ??
ঘোষক পিতা এই দেশেরই
কারো দাদা বাপ ।
উপদেশ নয় অনুরোধ
দু-দল দিলে ছার ,
দ্বন্দ্ব ফ্যাসাদ বন্দ হবে
প্রাপ্য মিলবে যার ।
আরনা হলে ঘোষক পিতায়
হবে রক্ত পাত ,
মারা মারি খুন খারাবী
বাড়বে যে সংঘাত ।
বলে গেলাম মরে গেলাম
হবো যখন মাটি ,
বলবে তখন ঐ ব্যাটাই
বলেছিল একটা কথা খাঁটি ।
05/01/2018