ডেস্ক রিপোর্টঃ প্রতিকূল আবহাওয়ার কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজ তাদের আগমন ও বহির্গমনকারী বেশ কিছু ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করেছে।
রবিবার (৯ নভেম্বর) এয়ারলাইন কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।
সংস্থাটি জানিয়েছে, রবিবার ভোর থেকেই বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ১০০ মিটারেরও নিচে নেমে আসে। এর ফলে বিমান চলাচলে ব্যাঘাত ঘটে এবং ফ্লাইটগুলো পুনরায় সাজাতে হয়।
কুয়েত এয়ারওয়েজ যাত্রীদের প্রতি সহযোগিতা কামনা করে জানিয়েছে, ফ্লাইটের টিকিটে দেওয়া যোগাযোগ তথ্যের মাধ্যমে ইতোমধ্যে সকল পরিবর্তন সম্পর্কে সংশ্লিষ্ট যাত্রীদের অবহিত করা হয়েছে। এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
যোগাযোগের নির্দেশিকা:
ফ্লাইট সংক্রান্ত যেকোনো অতিরিক্ত তথ্যের জন্য যাত্রীরা কুয়েতের ভেতর থেকে ১৭১ নম্বরে এবং বিদেশ থেকে +৯৬৫ ২৪৩৪৫৫৫৫ (এক্সটেনশন ১৭১) নম্বরে কল করে গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন। এছাড়া, +৯৬৫ ২২২০০১৭১ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বিস্তারিত জানতে চাওয়া যেতে পারে।











