ডেস্ক নিউজ: আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
বুধবার সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেকের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে জিরো টলারেন্সের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদ নির্র্মূল করা সম্ভব হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরও বলেন, একাত্তরের ঘাতকরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেছে তারা আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। ঘাতকদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছে আওয়ামী লীগ সরকার।
ফজলে রাব্বী মিয়া জানান, আগামী নির্বাচনে ধামরাইয়ে কাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সমাজসেবক মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মিনা মালেক, নবযুগ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিয়ামুল কবির প্রমুখ।
পরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম ও চ্যানেল আই এর সেরাকণ্ঠ কোনাল।