চিরন্তন দুটি ছবি!
এই দেশের মাটির সাথে মিশে আছে দুটি দৃশ্য, যা আমাদের কৃষিপ্রধান ও নদীমাতৃক পরিচয়ের ধারক:
- ধানের শীষ: সবুজ মাঠে সোনারঙা ধানের শীষ, যা আমাদের অন্ন জোগায়—গ্রামীণ অর্থনীতির প্রাণ। একে কি ভোলা যায়?
- নৌকা: আর এই নদীমাতৃক বাংলার পথে পথে যার অবাধ বিচরণ, সেই নৌকা। শত সহস্র বছর ধরে যা আমাদের যোগাযোগের মাধ্যম, জীবন-জীবিকার অবলম্বন। একেও কি ভোলা সম্ভব?
ধানের শীষ আর নৌকা—এই দুটি প্রতীক শুধু ছবি নয়, এ হলো আমাদের ইতিহাস, ঐতিহ্য আর প্রাণের স্পন্দন। বাংলাদেশ মানেই এই চিরন্তন দৃশ্যগুলো!











