মধ্যপ্রাচ্যর দেশ কুয়েতে প্রবাসরত বৌদ্ধ ধর্মাবল্বীদের মানবকল্যাণ মূলক,দানীয় সংগঠন বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত ১৯৯৬ প্রতিষ্ঠিত সাল হতে অধ্যবদি মানবতার তরে বিভিন্ন খাতে প্রায় ৯০লক্ষ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশের নানা প্রান্তে।সংগঠনের কার্যক্রম আরো ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কতৃক রেজিস্ট্রিশন সম্পন্ন করেছে ১৬ই মার্চ রোজ বৃহস্পতিবার ২০১৭ ইংরেজী ।এই সময় উপস্হিত ছিলেন সমিতি প্রাক্তন প্রধান উপদেষ্ঠা সন্তোষ বড়ুয়া উপদেষ্ঠা দেবপূর্ণ বড়ুয়া আজীবন সদস্য মৃণাল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া,আজীবন সদস্য তমাল কান্তি বড়ুয়া, সাবেক সাঃ সম্পাদক উৎপল বড়ুয়া,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সংঘতরু বড়ুয়া, হিসাব নিরক্ষক বাবুল বড়ুয়া ও সহ ধর্মীয় সম্পাদক উওম বড়ুয়া, প্রভাষ বড়ুয়া,সুমন রাজ বড়ুয়া।রেজিস্ট্রি করনে সহয়তা করেন বৌদ্ধ নেতা সুমল বড়ুয়া,এডঃ প্রণব বড়ুয়া, যুবলীগ নেতা অলক বড়ুয়া, অভি সরকার, প্রমুখ।আনন্দঘন মূহুতে উপস্হিত সবাই কে মিষ্টি মুখ ও মধ্যহৃ ভোজনের আয়োজন করেন বাবু সংঘতরু বড়ুয়া।পর হিত ব্রতে সদ্ধর্মের উন্নয়নে অগ্রগতি তে বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত দেশ, বিদেশের সকলে মতামত, সহযোগিতা কাম্য।