স্টাফ রিপোর্টারঃ ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম (আই,এম,এফ) কুয়েতের উপদেষ্টা, প্রবাসী সাহিত্য পরিষদ কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক বরেণ্য কবি আব্দুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম (আই,এম,এফ) কুয়েত।
বৃহস্পতিবার রাত ৯টায় কুয়েত সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় আয়োজক সংগঠনের সভাপতি, মরুলেখা পত্রিকার সম্পাদক আব্দুর রউফ মাওলার সভাপতিত্বে ও সহ-সভাপতি নাসের উদ্দিন খোকনের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সংবর্ধিত অতিথি কবি আব্দুর রহিম, উপদেষ্টা কবি আব্দুল মালিক, সহ-সভাপতি অধ্যাপক বেলাল আহমেদ, সংগঠক হাজী জুবের আহমেদ,কবি মোরশেদ আলম বাদল, সংগঠক হাজী মাহমুদ আলী ও সংগঠক প্রকৌশলী আশরাফ উদ্দিন প্রমুখ।
বক্তব্য রাখেন, সংগঠক মিঠুন সেলিম, আই.এম.এফ এর তথ্য বিষয়ক সম্পাদক কবি সৈয়দ মোহাম্মদ মোজাহিদ, কবি এইচ এম হুমায়ূন কবির, কবি ইমরান শিকদার, কবি এম এম মিঠুসহ অনেকে।
অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ইতালি মিলানের ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের সভাপতি তুহিন মাহমুদ , ঢাকা থেকে আই.এম.এফ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ও লেখক ডাক্তার ফারহানা মোবিন, ঢাকা থেকে আই.এম.এফ এর প্রতিনিধি ও কুয়েতের প্রাক্তন খবর ব্যুরো প্রধান সাংবাদিক শফিকুল ইসলাম, এবং ঢাকা থেকে আই.এম.এফ এর প্রতিনিধি লেখিকা সাংবাদিক কোহিনুর রহমান কেয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, সোশ্যাল এক্টিভিস্ট ফয়জুল হক কুটি, জাহিদুল হক , মুরাদ চৌধুরী, কবির হোসেন, আলাউদ্দিন আলা,কবি এ কে এম আজাদ নূর ও চিত্র শিল্পী শিশু বন্ধু জহিরুল কাইয়ুম বাহার।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আই.এম.এফ কুয়েতের সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুর রউফ মাওলা বলেন, দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে কবি আব্দুর রহিম স্বদেশ ফিরছেন।
কুয়েতের বাংলাদেশ কমিউনিটির প্রিয় এই কবি হাজারো কর্মব্যস্ততার প্রবাস জীবনে বাংলার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন।
কবি আব্দুর রহিমের স্বদেশ যাত্রা নিরাপদ, সুস্থ জীবন তথা সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আব্দুর রউফ মাওলা বলেন, প্রবাস জীবনের ইতি টেনে একদিন সকল প্রবাসীকেই দেশে ফিরতে হবে।
সুতরাং এই দেশে যাওয়া প্রত্যেকেরই যেনো নিরাপদ ও প্রবাস জীবন শেষে আপন দেশে জীবনের বাকি সময় সুখ ও শান্তিতে কাটে এ প্রত্যাশা করেন কুয়েতের আই,এম,এফ সভাপতি আব্দুর রউফ মাওলা।
পরে সংবর্ধিত অতিথি কবি আব্দুর রহিমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান ও ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম কুয়েতের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী অসুস্থ আ.হ.জুবেদের জন্য দোয়া করা হয়।
শেষে নৈশভোজের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।