কুয়েতে ষাটোর্ধ বয়সী নন -গ্র্যাজুয়েট প্রবাসীদের জন্য দুই হাজার (কুয়েতি দিনার) (বাংলাদেশি টাকায় সাড়ে ৫ লাখেরও বেশি) ফি কমানোর প্রস্তাব।
আর এই ইস্যুতে আগামী সপ্তাহে দেশটির মন্ত্রীসভার বৈঠকে বিস্তারিত আলোচনার আশ্বাস দেয় পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস কুয়েতের মন্ত্রীসভার বৈঠকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী ডক্টর আবদুল্লাহ আল সালমান দেশটির জনশক্তি কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদকে সম্প্রতি ষাটোর্ধ বয়সী নন -গ্র্যাজুয়েট প্রবাসীদের রেসিডেন্সি (আকামা) নবায়ন বাবদ দুই হাজার কুয়েতি দিনার এর প্রস্তাবিত বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন।
পাশাপাশি এ ইস্যুতে সুবিধাভোগীদের জন্য স্বাস্থ্য বীমা বাবদ ৫০০ কুয়েতি দিনার ফি নির্ধারণের সুপারিশ দেন বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এই মন্ত্রী।
এদিকে কুয়েতের পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার বোর্ড অফ ডাইরেক্টরস জানিয়েছেন যে, ডক্টর আব্দুল্লাহ আল সালমানের একটি অনুরোধের প্রেক্ষিতে আগামী সপ্তাহে ফের মন্ত্রীসভার বৈঠকে এ বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা তারা মনে করছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে ষাটোর্ধ বয়সী নন -গ্র্যাজুয়েট প্রবাসীদের জন্য দুই হাজার (কুয়েতি দিনার) ফি প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সমর্থন পেয়েছিল, কিন্তু পরে কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা প্রত্যাখ্যাত হয় এই প্রস্তাবটি।
আ হ জুবেদ