নিজস্ব প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধমির্ণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে।
রোববার স্থানীয় সময় সকালে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান এর সভাপতিত্বে ও দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের সঞ্চালনায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা সহ গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ছিল “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন,
প্রথম সচিব(পাসপোর্ট ও ভিসা) মোঃ ইকবাল আখতার, এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ।
অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জীবনীর উপর নির্মিত প্রামান্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
শেষে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।