গত ৬ ফেব্রুয়ারি ২০১৭ইং রোজ সোমবার রাত ৯টায় কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত শাখা কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি আনিসুল হক সুমনের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটি এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
মুক্তিযোদ্ধার সন্তান কুয়েত কমিটির সভাপতি আনিসুল হক সুমনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদি হাসানের প্রাণবন্ত উপস্থাপনায় এসময় মূল মঞ্চে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সৈনিক ৭ মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম, মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন, মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল ,মুক্তিযোদ্ধা সফি আহমেদ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।এদিকে কুয়েতের রাজনৈতিক সমাবেশের ইতিহাসে এই প্রথম একই মঞ্চে জাতির গর্বিত ৭ বীর সন্তানকে উপস্থিত করতে পেরে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজকরা অবর্ণনীয় গর্বিত ও আনন্দিত।
অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি,আওয়ামীলীগ নেতা শহিদ ইসলাম পাপুল, আওয়ামীলীগ একাংশের সভাপতি সাংবাদিক আব্দুর রউফ মাওলা, হুসেন মুরাদ চৌধুরী, মিজানুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি মাসুদ করিম প্রমুখ।
বক্তব্য রাখেন,আওয়ামীলীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এস,এম,আব্দুল আহাদ, যুবলীগ কুয়েতের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল, চয়ন মিয়া, আব্দুর রহমান ভুঁইয়া, মুরাদ চৌধুরী ও বিশেষ অতিথি নেতৃবৃন্দরা।
বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দরা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মুক্তিযুদ্ধে রণাঙ্গনের এই সৈনিক আমাদেরকে দিয়ে গেছেন সোনার বাংলাদেশ,একটি স্বাধীন দেশের মানচিত্র ও লাল সবুজের পতাকা।আমরা মুক্তিযোদ্ধা আব্দুল হকদের কাছে আজীবন ঋণী হয়ে রয়ে গেলাম, তাদের অবর্ণনীয় ত্যাগ এর বিনিময়ে আজকের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।এছাড়াও নেতৃবৃন্দরা মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যভিত্তিক আলোচনা করেন, পরে মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল হকের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শেষে নৈশভোজের মধ্যে দিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে।