মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি: মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ ও ধনী রাষ্ট্র নামে পরিচিত কুয়েত সেখানে প্রবাসী শ্রমিকদের সমস্যা আর ভোগান্তি চরমে। বিশেষ করে ক্লিনিং কোম্পানিদের দৌরাত্ম্য আর স্বল্প বেতন নতুন নতুন আইন তৈরি করে অসহায় শ্রমিকদের কাছ থেকে মালিক পক্ষ হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। টাকা দিয়ে ও শ্রমিকরা পাচ্ছে না তাদের আইডি কার্ড বা (বতাকা) মাসের পর মাস নেই বেতন এমন কি ডিউটি বা কাজের ব্যবস্থা। বেকার হয়ে ঘুরছে শ্রমিকরা।
এ দিকে কুয়েতের পুরাতন কোম্পানি উয়েল আল নসিব ও ফাজর আল খালিজ নামের দুটি কোম্পানির হাজারো শ্রমিক ১৬ এপ্রিল হাসাবিয়া নামক স্হানে সকালে বিভিন্ন দাবীতে কর্ম বিরতি পালন করে বলে জানা গেছে।
আমাদের এ প্রতিবেদক সরেজমিনে পরিদর্শন কালে আন্দোলনরত শ্রমিকরা জানান, কোম্পানিতে নতুন ভাবে ভিসা নবায়ন করলে এক বছরের জন্য ২৬০ কুয়েতি দিনার বাংলাদেশী টাকায় প্রায় ৬৫ হাজার টাকা ও দেশে ছুটিতে গেলে নির্ধারিত সময়ের ভিতর না আসলে বড় অংকে জরিমানা দিতে হয়। ৩ মাসের বেতন এখনো অনাদায়ী। অধিকাংশ শ্রমিক বেকার নেই কোন কাজ এ জন্য তাহার ধর্মঘট পালন করছেন।
শ্রমিকরা জানান, আমাদের সকল দাবী না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত তাকবে। শ্রমিকরা বেশ কিছু দাবী জানিয়েছেন, ভিসা ফির নামে ২৬০ দিনার গ্রহন বন্ধ, মাসিক বেতন বৃদ্ধি, অবকাশ কালীন ৩ মাসের ছুটি সাথে ঐ ৩ মাসের মাসিক বেতন প্রদান, বেকার শ্রমিকদের কর্মসংস্থান, বাসস্থানের পরিবেশ উন্নতিসহ বেশ কিছু দাবী নিয়ে অব্যাহত রয়েছে তাদের ধর্মঘট।
এ দিকে জানা গেছে, কোম্পানির অপারেশন ম্যানেজার স্বাক্ষরিত এক নোটিশে শ্রমিকদের সকল দাবী মেনে নেয়া হয়েছে বলে আন্দোলনরত শ্রমিকদের মধ্যো লিফলেট বিতরণ করা হয়েছে। এ দিকে শ্রমিকরা জানান এইটা আন্দোলনকে বিভিন্ন ভাবে বন্ধ করার অপকৌশল।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই