কুয়েতে বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন মুরাদুল হক চৌধুরী ও সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন কামরুজ্জামান টিটু।
শনিবার (২৪ জুন) কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ কমিউনিটি গঠনকল্পে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির জ্যেষ্ঠ কমিউনিটি নেতা আব্দুল মুহিত নাজমুল।
কামরুজ্জামান টিটু ও শামসুল হকের যৌথ সঞ্চালনায় এতে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কমিউনিটি গঠনকল্পে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, কমিউনিটির নেতৃত্বে যারাই আসুক, তাতে তাদের আপত্তি নেই।তবে নির্বাচিত নেতৃবৃন্দরা আশ্বস্ত করতে হবে যে, তারা সত্যিকার অর্থে প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করবেন।
তারা বলেন, আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে অবশ্যই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
আহ্বায়ক প্রার্থী ছিলেন, আট জন কমিউনিটি নেতা।সরাসরি ভোটাভুটি প্রক্রিয়ার মাধ্যমে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট সমাজসেবক,কমিউনিটি নেতা মুরাদুল হক চৌধুরী।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন, প্রবাসী ব্যবসায়ি ও কমিউনিটি নেতা বেলাল হোসেন।
অন্যদিকে,সদস্য সচিব প্রার্থী ছিলেন ৭ জন। সরাসরি ভোটাভুটি প্রক্রিয়ার মাধ্যমে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন কমিউনিটি নেতা কামরুজ্জামান টিটু।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, কামাল হুসেন।
নির্বাচিত কামরুজ্জামান টিটু পেয়েছেন ৩১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হুসেন পেয়েছেন ২৯ ভোট।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, ব্যবসায়ি ও কমিউনিটি নেতা মানিক মোল্লা এবং প্রকৌশলী ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন, প্রবাসী শিল্পী আব্দুর রাজ্জাক ভুঁইয়া ও আবুল কালাম আজাদ।