
কুয়েতে বাংলাদেশি কমিউনিটি নেতা মাইন উদ্দিন মইনের পিতা মরহুম ডা: তাজুল ইসলাম ও কুয়েত প্রবাসী মরহুম শহীদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি কমিউনিটি নেতা মুরাদুল হক চৌধুরী।

কমিউনিটি নেতা কামরুজ্জামান টিটোর সঞ্চালনায় উপস্থিত নেতারা বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা আশরাক আলী ফেরদৌস,জাফর আহমদ,শাহ নেওয়াজ নজরুল, আব্দুর রাজ্জাক ভুঁইয়া,শামছুল হক,বেলাল হোসেন,বিলাল উদ্দিন,কামাল হোসেন,সুরুক মিয়া,ইমাম উদ্দিন বাদল,ইসমাইল হোসেন,মীর শাহিন,তাজ উদ্দিনসহ অনেকে।
বাংলাদেশি কমিউনিটির বক্তারা মরহুমদ্বয়ের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরেন।পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।