কুয়েত প্রতিনিধিঃ কুয়েত আওয়ামীলীগের তিন নেতাকে বাংলাদেশের উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কমিটিতে অন্তর্ভুক্ত করায় কুয়েত আওয়ামীলীগ জ্যেষ্ঠ ওই তিন নেতাকে সংবর্ধনা দেয়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটি টাওয়ার হোটেলে আয়োজিত
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুয়েত আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সিকান্দার আলী।
আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামন টিটুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুকাই আলী।
প্রধান বক্তা ছিলেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল।
আরো উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগ এর সহ-সভাপতি আব্দুল হাই মামুন, আওয়ামীলীগ নেতা আতাউল গনি মামুন, যুগ্ম সম্পাদক শাহ্ নেওয়াজ নজরুল, রোকনুজ্জামান পিদু, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের প্রচার সম্পাদক আলাল আহমদ, ফটো সাংবাদিক রুহুল আমিন প্রমুখ।
বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
সংবর্ধিত নেতারা হলেন, কুয়েত আওয়ামীলীগ এর উপদেষ্টা আকবর হোসেন হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর কমিটিতে সহ-সভাপতি, আবুল কাশেম কুমিল্লা জেলার লাঈলকোট পৌর আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক ও আব্দুল আলী ওয়াহিদ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যুগ্ম আহবায়ক।
শেষে নৈশভোজ এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।