আ হ জুবেদঃ দক্ষিণাঞ্চলকে গোটা দেশের সঙ্গে বাঁধতে পদ্মার বিশাল জলরাশির উপর সেতুর স্বপ্ন বহু দিনের; যা নিজস্ব অর্থায়নে নির্মিত, স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। অহংকার ও গর্বের সেতুটি নিয়ে আবেগে ভাসছে গোটা বাংলাদেশ ও কোটি প্রবাসী। আর সেই আবেগের ঢেউ লেগেছে কুয়েতে থাকা প্রবাসীদের মাঝেও।

এরই অংশ হিসেবে বৃহত্তর ফরিদপুর সমিতি আয়োজন করে আনন্দ উৎসব।
কুয়েত’র খাইতান এলাকার রাজধানী প্যালেস হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মানিক মোল্লা।
সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী সংগঠক রফিকুল ইসলাম ভুলু, কামরুজ্জামান টিটু, ইসমাইল হুসেন, শাহ নেওয়াজ নজরুল, হুমায়ুন কবির আলী প্রমুখ।
বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম, আবুল হাসান, কেরামত আলী, শাহিনুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেন, সাংবাদিক আ হ জুবেদ সহ আরো অনেকে।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে বক্তব্য রাখেন, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি।
বক্তারা বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের মর্যাদা ও সক্ষমতার প্রতীক। দেশ স্বাধীন করার সময় যেভাবে পুরো জাতি এক হয়েছিল, সেভাবে পদ্মা সেতু নির্মাণের জন্যও দেশে-বিদেশে সবাই এক হয়েছ।