নিজস্ব প্রতিনিধিঃ
কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় যোগ হয়েছে আরেকটি বাংলাদেশী ব্যবসায়ীক প্রতিষ্ঠান।
প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ ইসলাম উদ্দিনের মালিকানায় পরিচালিত ‘মায়ের দোয়া রেস্টুরেন্ট’ শুভ উদ্ভোধন করেছেন দেশটির নাগরিক মামদু আল মাতুবাবী (আবু ফালাহ)।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নানা শ্রেণী পেশার প্রবাসীরা যোগ দেন।
কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার সিংহভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশীরা।
দেশটির এ অঞ্চলে যে কেউ এলেই মনে হবে এ যেনো ৫৬ হাজার বর্গমাইলের, ৬৮ হাজার গ্রাম বাংলার ও ১৬ কোটি বাংলাদেশীদের বসতবাড়ি তথা ভিটেমাটির’ই ক্ষুদ্র একটি অংশ।
কুয়েতে প্রায় তিন লক্ষ প্রবাসী বাংলাদেশীদের কাজ দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে হলেও বাসস্থান হিসেবে বরাবরই প্রবাসীরা বেছে নেন এ অঞ্চলটি।
আর বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠানে ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতাদের নানা কৌশল যেনো ঢাকার বঙ্গবাজারকেও হার মানায়।
এবার কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম উদ্দিনের মায়ের দোয়া রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে দেশটির নাগরিক মামদু আল মাতুবাবী (আবু ফালাহ) সহ প্রবাসীরা রেস্টুরেন্টির ব্যবসায়িক সফলতা কামনা করেন।