
কুয়েতে বাংলাদেশ কমিউনিটি জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
শনিবার (১৩ এপ্রিল) কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরাঁয় বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল হক ও যুগ্ম আহ্বায়ক সুরুক মিয়ার যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন,নাছের উদ্দিন হাওলাদার,মোহাম্মদ ইসমাইল,আব্দুর রাজ্জাক ভুঁইয়া,বাহার উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েত যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার,
মানিক কুন্ডু, এনামুল কবির মামুন, মোহাম্মদ দুলাল হোসেন, মোহাম্মদ মুন্নু দুলাল ফকির,
মজিবুল হক খোকন, আফসার হোসেন রকি,সাজ্জাদ সেলিম,মেহেদী হাসান ও
শেখ মতিউর।

বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক জাহির হোসেন, ইসমাইল হোসেন হাওলাদার,কামাল হোসেন,
কাজী সফিক, হুমায়ুন কবির, সেলিম আহমদ ,আনসার মিয়া, জাকির হোসেন সহ আরো অনেকে।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, যদিও প্রবাসী জীবনে পরিবার বিহীন ঈদের আনন্দ খুবেকটা নেই, তবুও আজকের জমকালো আয়োজনের মধ্যদিয়ে চেষ্টা ছিল একটুখানি আনন্দ দিতে।
বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী সমাপনি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন প্রবাসীদের কল্যাণে কিছু করতে হলে বিশাল কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন নেই, শুধুমাত্র সদিচ্ছাটুকু থাকলেই যথেষ্ট।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।