বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ ৮ বছর পর কুয়েত থেকে দেশে ফেরা মৌলভীবাজারের এক যুবক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। গত ০৯ নভেম্বর এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যুবকের নাম শাহজাহান (৩০)। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খাঁ ইউনিয়নের ডুবাগাঁও এলাকার প্রয়াত আব্দুল আজিজ এর ছেলে।
বিমানবন্দরে নামার পর একটি গাড়ি রিজার্ভ করেন শাহজাহান। অভিযোগ অনুযায়ী, সেই গাড়িতে ওঠার পর এক সংঘবদ্ধ চক্র তাকে “শয়তানের নিঃশ্বাস” (চেতনানাশক) জাতীয় কিছু শুঁকিয়ে দেয়। এর ফলে তিনি দ্রুতই অচেতন হয়ে পড়েন।
অচেতন অবস্থায় ছিনতাইকারীরা শাহজাহানের কাছ থেকে তার মোবাইল ফোন, বিদেশ থেকে আনা সমস্ত মালামাল এবং এমনকি তার পাসপোর্ট পর্যন্ত হাতিয়ে নিয়ে যায়। চক্রটি তাকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় শাহজাহানকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মতিঝিল থানা পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের সন্ধান বের করতে সক্ষম হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে শাহজাহানের পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।











