কুয়েতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুয়েত শাখার কাউন্সিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে সংগঠনটির কেন্দ্রীয় নেতা শায়খ হোসাইন মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও শায়েখ জাফর বিন মুসার পরিচালনায় এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামীবাদী ।
বিশেষ অতিথি ছিলেন কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের ইমাম শায়খ আবদুল্লাহ আল হারুন, খেলাফত আন্দোলন কুয়েত শাখার সিনিয়র সহসভাপতি আহমদ হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম কুয়েত শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা নুরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার সেক্রেটারি শায়খ আবদুর রহমান জামি, বাংলাদেশ খেলাফত মজলিসের উসমান রাকিব, কাজী মুহাম্মদ ইকবাল, শায়খ আবদুল কাদের, শায়খ আইয়ুব,সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি নাসের উদ্দিন খোকনসহ আরও অনেকে।
বাংলাদেশের প্রকৃত সংস্কার এবং জাতীয় সংহতি প্রতিষ্ঠায় সকল স্তরে আলেম উলামাকে রাখতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নে ভবিষ্যৎ কর্মসূচীতে সকলের অংশ গ্রহণ অত্যন্ত প্রয়োজন।
কাউন্সিলে শায়খ হোসাইন মুহাম্মদ শাহজাহানকে সভাপতি ও শায়খ হাফেজ আইউবকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট কুয়েতের শাখা কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামীবাদী।