
স্কাইট্যাচ ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুরিজম এর ব্যবস্থাপনা পরিচালক মো. হুসনি মুবারক এর নবজাতক পুত্র সন্তানের অকাল মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ সেপ্টেম্বর), স্কাইট্যাচ-এর অন্যতম পরিচালক মো. সেলিম হাওলাদার এই শোকাবহ খবরটি নিশ্চিত করেন।
নবজাতকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদ এক বিবৃতিতে শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা জানান, এই কঠিন সময়ে তারা হুসনি মুবারক এবং তার পরিবারের পাশে আছেন।
এদিকে, স্কাইট্যাচ ট্রাভেল এজেন্সি এন্ড ট্যুরিজম পরিবারও নবজাতকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। অন্যতম পরিচালক মো. সেলিম হাওলাদার এবং স্কাইট্যাচ এর সকল সদস্য গভীর দুঃখ প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।