স্টাফ রিপোর্টারঃ কুয়েতে ‘সাহেল’ অ্যাপের মাধ্যমে এখন করা যাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।
কুয়েতে সরকারি সেবার জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন ‘সাহেল’ (Sahel)-এ একটি নতুন ইলেকট্রনিক সেবা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি মানবাধিকার সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারবেন।
এই সেবার আওতায় যে কেউ কুয়েতের ‘ন্যাশনাল দিওয়ান ফর হিউম্যান রাইটস’ এর কাছে তাদের অভিযোগ জমা দিতে পারবেন। অ্যাপের ভেতরে ‘ন্যাশনাল অফিস ফর হিউম্যান রাইটস’ সেকশনে গিয়ে এই সুবিধা পাওয়া যাবে।
অভিযোগকারীরা তাদের সমস্যার বিস্তারিত বিবরণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রমাণপত্র বা নথিপত্রও সাহেল প্ল্যাটফর্মের মাধ্যমে আপলোড করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো অভিযোগ জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজতর করা এবং ডিজিটাল মাধ্যমে মানবাধিকার রক্ষা সংক্রান্ত সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।











