বিশেষ প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে ইংরেজি নতুন বছর বরণ, গেটটুগেদার ও প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।
শুক্রবার (২ জানুয়ারি) দেশটির জিলিব আল সুয়েখের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নবীন ও প্রবীণ সংবাদকর্মীদের মিলনমেলা ঘটে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেব্জু মিয়া, যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল এবং সদস্য এবাদুর রহমান, লুতফুর রহমান রাজুসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই ফেলে আসা বছরের সফলতা-ব্যর্থতার চুলচেরা বিশ্লেষণ এবং নতুন বছরে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতারা বলেন, “প্রবাসে সাংবাদিকতা কেবল পেশা নয়, বরং দেশের ভাবমূর্তি রক্ষা ও রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার আদায়ের লড়াই। নতুন বছরে আমরা ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের সুখ-দুঃখের সারথি হয়ে থাকতে চাই।”
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নাগরিক টিভির নবনিযুক্ত কুয়েত প্রতিনিধি এবাদুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া। কনিষ্ঠ এই সহকর্মীর মেধা ও কর্মস্পৃহার প্রশংসা করে নেতৃবৃন্দ বলেন, “নতুনদের হাত ধরেই সাংবাদিকতা আরও আধুনিক ও গতিশীল হবে।” নাগরিক টিভি কুয়েত পরিবারের পক্ষ থেকে এই প্রীতিভোজের আয়োজনে বিশেষ সহযোগিতা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রেসক্লাব নেতারা।











