উপসাগরীয় দেশ কুয়েতে রক্ত দিন,জীবন বাঁচান”এই স্লোগানকে ধারণ করে বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান করেছে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি তরুণরা। কুয়েত ব্লাডব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় বাংলাদেশি কয়েকজন তরুণের উদ্যোগে ও কুয়েত বাংলাদেশ প্রেসক্লাব এর সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে অংশ নিতে ডিউটি শেষে দেশটির বিভিন্ন স্থান থেকে উৎসুক প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন।
শুক্রবার কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রাত ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলে সেচ্ছায় রক্তদান কার্যক্রম। দিনভর রোজা রেখে ও ইফতার শেষ করে তারা চলে আসেন কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংক হসপিটালে,প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।