স্টাফ রিপোর্টারঃ কুয়েতে আবাসন ও ভ্রমণ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মাত্র ৫ মিনিটের মধ্যেই ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। দেশটির রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিয়াদ আল-মুতাইরি সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে কুয়েতে প্রতি সপ্তাহে ১৭ হাজার থেকে ২০ হাজার ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি, বিজনেস এবং ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত। এছাড়া প্রতি সপ্তাহে প্রায় ২৫ হাজার রেসিডেন্সি পারমিটও দেওয়া হচ্ছে।
এদিকে, গত ২৩ নভেম্বর থেকে কুয়েতে নতুন রেসিডেন্সি আইন কার্যকর হয়েছে। এই আইনের আওতায় ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কুয়েতের আবাসন সংক্রান্ত প্রায় ৮৫ শতাংশ সেবা ‘সাহেল’ এবং ‘কুয়েত ভিসা’ অ্যাপের মাধ্যমে অনলাইনে পাওয়া যাচ্ছে। এর ফলেই মাত্র ৫ মিনিটে ভিসা পাওয়া সম্ভব হচ্ছে।
নতুন আইনে ভিসার বিভাগগুলোকে আরও সুবিন্যস্ত করা হয়েছে। এখন মোট ৯ ধরণের রেসিডেন্সি ভিসা এবং ১২ ধরণের ভিজিট ভিসা রয়েছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারী, স্বল্পকালীন সরকারি চুক্তি এবং তেল খাতের জন্য বিশেষ কাজের ভিসা উল্লেখযোগ্য।
বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে নতুন আইনে বড় সুযোগ রাখা হয়েছে।











