কুয়েতে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন সহ-সভাপতি সোহেল রানার মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের অন্যতম সহ-সভাপতি সোহেল রানা-এর মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোরশেদ আলম ভুইয়া। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কোরবান আলী-এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী, হোসেন মোহাম্মদ আজিজ, প্রকৌশলী ফরিদ উদ্দিন,হুমায়ুন কবির আলী, মোজাহার আলী সানা, বিমল কান্তি রায়, আব্দুল হাই ভুইয়া ও তৌহিদুল আলম চৌধুরী।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন তারেক হাসান, ওয়াসিম সানি, সালা উদ্দিন, শফি উল্লাহ প্রধান,নজরুল ইসলাম শাহিন, নাসের উদ্দিন খোকন-সহ আরও অনেকে।
বক্তারা এসোসিয়েশনের জ্যেষ্ঠ ক্রীড়া সংগঠক সোহেল রানার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সহ-সভাপতি সোহেল রানা তার বক্তব্যে বলেন, “আপনাদের এই ভালোবাসা ও সমবেদনা আমার মাকে হারানোর এই কঠিন সময়ে আমাকে অশেষ শক্তি যোগাচ্ছে। কুয়েতে থাকা আমার দ্বিতীয় পরিবারের (বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন) এবং উপস্থিত সকল শ্রেণী-পেশার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আপনারা আমার বিপদে কতটা পাশে আছেন। আমি আমার মায়ের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমার পরিবারের প্রতি আপনাদের এই সমবেদনা চিরকৃতজ্ঞতার সাথে মনে রাখব।”
দোয়া মাহফিলে ফুটবল এসোসিয়েশনের সকল পর্যায়ের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দসহ কুয়েতের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।











