বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের অন্যতম সহ-সভাপতি এবং কুয়েতে অত্যন্ত দক্ষ ক্রীড়া সংগঠক সুহেল রানার মা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” তার মৃত্যুতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সুহেল রানার পরিবার তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
তার এই দুঃসময়ে, কুয়েতে অবস্থানরত সুহেল রানার বন্ধু, সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। এসোসিয়েশনের উপদেষ্টা শওকত আলী, প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, লিটন মিয়াজী, সভাপতি মোরশেদ আলম ভুইয়া, সাধারণ সম্পাদক কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সানি সহ অন্যান্য ক্রীড়া সংগঠকবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।











