পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) কুয়েত সিটির এক রেস্তোরাঁয় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন পাটুয়ারী।
সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী ফারুক ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন আয়োজক সংগঠনের সহ সভাপতি মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল পাটুয়ারী,বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান টিটো, আলা উদ্দিন সরকার, কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েতের সভাপতি আলী আব্দুল ওয়াহিদ, কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি আ ক ম আজাদসহ অনেকে।
প্রধান অতিথি মুরাদুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ক্ষমা ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ মিলে রমজান মাসে। এ মাসে বিশেষ কিছু আমলের সুযোগ পাওয়া যায়।রমজান হলো, নিজেকে আত্মশুদ্ধির চর্চায় উজ্জীবিত করার মাস।
মুরাদুল হক সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে সমাজকল্যাণে কাজ করি, দুঃখী দরিদ্র ও অসহায় মানুষদের পাশে যাই, তাদের জন্য সাধ্যমত কিছু করার চেষ্টা করি।
প্রবাসীরা আমাদের ভাই, আমি চেষ্টা করে চলেছি প্রবাসীদের কল্যাণে সাধ্যমত কাজ করে যেতে; আপনিও চেষ্টা করুন।
শেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম।