কুয়েতে একজন বাংলাদেশি কারওয়াশারকে আক্রমণ করার অভিযোগে দেশটির আদালত স্থানীয় একজন অফিসারকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে এ সংবাদটি প্রকাশ করা হয়।
ওই দৈনিকে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, একজন কুয়েত প্রবাসী বাংলাদেশীকে লাঞ্ছিত করার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এতে বলা হয় ওই বাংলাদেশী নাগরিক গাড়ি ধোয়াতে ব্যর্থ হওয়াতে বেধড়ক মারপিট করেন গাড়ির মালিক কথিত কর্মকর্তা।
কুয়েতের পাবলিক প্রসিকিউশন কথিত কর্মকর্তার বিরুদ্ধে কারওয়াশার বাংলাদেশীকে শারীরিক লাঞ্চিত করার অভিযোগ নিশ্চিত করে। দেশটির প্রশাসনিক ওই বিভাগ জানায় যে, ভুক্তভোগী আঘাতের ফলে ৫০ শতাংশ শারীরিক শক্তি হারিয়ে ফেলেন।
প্রাথমিকভাবে ফৌজদারি আদালত ওই কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। আপিলের সময়, অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন এবং তার আইনজীবী অপর্যাপ্ত তদন্তের উদ্ধৃতি দিয়ে খালাসের জন্য যুক্তি দেন এর পাশাপাশি দাবি করেন যে ভিকটিম ঘটনাটি জানাতে বিলম্ব করেছেন এবং পূর্ব-বিদ্যমান আঘাতের কারণে তিনি নিজেই পড়ে গিয়েছিলেন। বিবাদীর আইনজীবী সাজা স্থগিত করারও অনুরোধ করেন।
পরে বাংলাদেশি কারওয়াশারকে আক্রমণ করার অভিযোগে কুয়েতের আদালত ১০ বছরের কারাদণ্ড কমিয়ে কথিত কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
আ হ জুবেদ