
কুয়েতের সেবদি এলাকায় আমরা “ক’জন কুয়েত প্রবাসী” সোশ্যাল মিডিয়ার উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

কুয়েতের সেবদি এলাকার একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক মিডিয়ার প্রধান উপদেষ্টা স্থানীয় প্রিসাইড কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান রজু।

অনুষ্ঠানে গান, নাচ ও অভিনয় করে মঞ্চ মাতালেন প্রিসাইড কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা।এতে উপস্থিত দর্শকরাও বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া পেয়ে হন মুগ্ধ।

পাশাপাশি প্রবাসী বাংলাদেশী গৃহিণীদের তৈরি চিতই পিঠা, নকশী পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ অনেক ধরনের পিঠার আয়োজনও করা হয় সেখানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লুতফুর রহমান মুখাই আলী,আলীম উদ্দিন,মুরাদুল হক চৌধুরী, ড. মনিরুজ্জামান, হোসেন মোহাম্মদ আজিজ, এমাদুল ইসলাম,ফরিদ উদ্দিন,মিঠুন সেলিম,ফয়েজ কামালসহ অনেকে।

এছাড়াও কুয়েতের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।