যুক্তরাজ্য প্রতিনিধিঃ কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ম্যানচেস্টার সিটি কাউন্সিল থেকে ম্যানচেস্টারে বসবাসরত কমিউনিটির বিশেষ ব্যাক্তি বর্গ ও সাংবাদিকদের এ্যাওয়ার্ড প্রধান করা হয়েছে। গত ২১শে সেপ্টেম্বর ২০১৬ইং বুধবার ম্যানচেস্টার সিটি কাউন্সিলে অনুষ্ঠিত কাউন্সিলার লুৎফুর রহমান এর উদ্যোগে এ্যাওয়ার্ড প্রধান করেন লর্ড মেয়র কার্ল অস্টিন বিহান। প্রথম এশিয়ান কাউন্সিলার হিসাবে সিটি কাউন্সিলের দেওয়ালে লুতফুর রহমানের নাম লিখা হয়েছে এটা আমাদের কমিউনিটির জন্য একটি অত্যন্ত গৌরবের বলে মনে করেন উপস্তিত সকলেই। উক্ত অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহ্রিয়ার, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব, শাহজালাল মসজিদের চেয়ারম্যান সুরাবুর রহমান, মইনুল আমীন বুলবুল, কাউন্সিলার আফিয়া কামাল, কাউন্সিলার আবিদ চৌহান ও মাহি মাছুম সহ আরও অনেকে। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ছাদেক আহমদ.গৌছুল ইমাম চৌধুরী সুজন,মিসবা উদ্দিন সায়েম,ফোরকানুর রহমান চৌধুরী সাগর,তৈয়বুর রহমান শ্যামল,শাহ মনা মিয়া ও শাহ কাইয়ুম।