জাকির সিকদারঃ কতিপয় সদস্যের অসৎ উদ্দেশ্য আর প্রতারনামূলক কাজের কারনে আমাদের প্রানের সংগঠন ঐতিহ্যবাহী সাভার প্রেসক্লাবের উদ্ভুদ্ধ সংকট নিরসনে আজ ২৩ এপ্রিল শনিবার সকালে ক্লাবের নতুন এবং পুরাতন সদস্যদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভার স্থান প্রেসক্লাব চত্ত্বর থাকলেও অবৈধ ইলেকশন কমিশনাররা ক্লাবে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যাওয়ায় পাশের একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাভার প্রেসক্লাবের সভাপতি জাভেদ মোস্তফা। সভায় ক্লাবের সাধারন সদস্যদের মাঝে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি সৃষ্টি করায় কথিত ইলেকশন কমিশনের তীব্র সমালোচনা করা হয়, পাশাপাশি অবৈধ এ কমিশনের সদস্যদের প্রতি সংকট নিরসনে নিজ দায়িত্বে এ কমিশন ভেঙ্গে দেওয়ার আহবান জানানো হয়। অন্যত্থায় এজন্য যাবতীয় সৃষ্ট ঘটনার দায়-দায়িত্ব উক্ত কমিশনকেই বহন করতে হবে বলে সভায় হুশিয়ারি উ অনুষ্ঠিত হয়।
সভায় গত ২০ মার্চের সিদ্ধান্ত মোতাবেক ক্লাবের নুতন সদস্যদের তালিকা চুড়ান্ত অনুমোদন হয়েছে যা ক্লাবের মূল তালিকায় সংযুক্ত করা হয়েছে। সভার সিদ্ধান্ত মতে আগামি ২৯ ও ৩০ এপ্রিল নুতন সদস্যদের বরন ও সকলের অংশগ্রহনে পূণরায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়াও আগামি ৩ মে,১৬ ইং তারিখে সকল সদস্যদের নিয়ে নির্বাচন সংক্রান্ত সাধারন সভা ও দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের নতুন-পুরাতন সকল সদস্যকে সাভার প্রেসক্লাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হইল।