খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ বিদ্যমান সরকারি বেসরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঘরে বাইরে মেয়ে শিশু ও কিশোরীদের অযাচিত হয়রানী ও নির্যাতন প্রতিরোধ করার লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি পরিচালিত কমিউনিটি রেডিও পল্লীকন্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজার এবং গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে আজ (২৭ জানুয়ারি ) ২০১৯ রবিবার সকাল ১০ টায় “এমপাওয়ারিং গার্লস সেলফ: প্রটেকশন এন্ড জাস্টিস” শীর্ষক কার্যক্রমের অংশীজনের সাথে মতবিনিময় সভা মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, মো: আশরাফুর রহমান। এসময় তিনি বলেন – মেয়েদের কাজ করার আগ্রহ থাকতে হবে। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে।এগিয়ে আসতে হবে, সকল ক্ষেত্রে অংশগ্রহন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মো: ফজলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী । তিনি বলেন- মেয়েদের পাশে থাকতে হবে। সবাই তাদেরকে সকল সুযোগ সুবিধা গ্রহনের ব্যবস্থা করে দিতে হবে। সমাজের জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষকদের মেয়েদের সহযোগিতা করার জন্য কাজ করতে হবে।
মতবিনিময় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার ও ইনচার্জ কমিউনিটি রেডিও প্রজেক্ট, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ব্র্যাক আজিজুর রহমান। প্রকল্প পরিচিতি ও উদ্দেশ্য সর্ম্পকে আলোচনা করেন রেহেনা বেগম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গণসাক্ষরতা অভিযান ।মত বিনিমসভা সঞ্চালনা করেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্ঠেশন ম্যানেজার মো: মেহেদি হাসান। মতবিনিময় সভায় উপস্থিত জেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী, সমাজকর্মী, সাংবাদিক বৃন্দ উল্লেখিত প্রকল্পের উপরে আলোচনা ও মত বিনিময় করেন ।
সভা শেষে অতিথিরা কিশোর কিশোরদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আইন প্রয়োগকারী ও সহায়তা প্রদানকারী সংস্থা সমূহের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্যে মোবাইল নম্বর (০১৮৭১৬৬৬৫৫১) হটলাইন চালু করা হয়।
প্রকল্পের লক্ষ্য; কিশোর কিশোরী, স্থানীয় প্রশাসন এবং কিশোর কিশোরীদের পিতা মাতা ও অভিভাবকদের সাথে ফোকাস দলের আলোচনার মাধ্যমে তথ্য ও সমতার ভিত্তিতে বিভিন্ন সচেতনতামূলক সভা সমাবেশের আয়োজনে সরকারি বেসরকারি সংগঠন আইন প্রয়োগকারী ও সহায়তা প্রদানকারী সংস্থা সমূহের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্যে মোবাইল নম্বর হটলাইন ঠিকানা সেবার বিবরণ এবং সুরক্ষা ও আইনী সহায়তা বিষয়ক তথ্য সংবলিত হেন্ডবুক তৈরি করা হয়। পাশাপাশি মেয়ে শিশু ও কিশোরীদের উন্নয়নে গৃহীত সরকারি কার্যক্রম সমূহ পরিচিতি ও জনপ্রিয় করার জন্য প্রকল্প কার্যক্রমের মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপাত্তের ভিত্তিতে একটা হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করা। প্রত্যাশা করা যায় যে, এর মাধ্যমে মেয়ে শিশু ও কিশোরীদের সচেতনতা উন্নয়ন সুরক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।