অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : ’ধর্ম যার যার, উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আবহমান কাল থেকে সকল বাঙালী নিজ নিজ ধর্ম পালন করে আসছে। কিন্তু একটি রাজনৈতিক দলের মদদে দেশে জঙ্গী উত্থানের মাধ্যমে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন যে, ওই জঙ্গীদের দেশ কোনভাবেই বাংলাদেশ হতে পারেনা। বাংলার কৃষ্টি-কালচারের স্বকীয় বৈশিষ্টে মহিমান্বিত রয়েছে। কোন অপশক্তি তাতে কিছুই করতে পারবে না।
সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় পূজামন্ডপের আহ্বায়ক শিক্ষক সুনীল কমার বাড়ৈর সভাপতিত্বে রবিবার রাতে শারদীয় দুর্গাপূজায় উপজেলা কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দিরে আগত হাজারো ভক্ত, দর্শনার্থী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন। এর আগে তিনি সেখানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম মোর্তুজা খান, বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, বরিশাল জেলা আওয়ামীলীগ নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদ নেতা এ্যাড. রনজিত সমদ্দার, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপদেষ্টা আওয়ামীলীগ নেতা আবু সালেহ মো. লিটন, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক যুবলীগ সম্পাদক অনিমেষ মন্ডলসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা।