আজকে মোরা স্বাধীন চেতা
নয়তো পরাধীন ,
বাইশটি বছর লুটে পুটে
করছো অর্থহীন ।
সে সব ব্যথা যাইনি ভুলে
আজো মনে আছে ,
সুধ আসলে বদলা নিতাম
পেতাম যদি কাছে ।
বুকের ব্যথা বুকে নিয়ে
আগাই সম্মুখ পানে ,
সবাই মিলে এগিয়ে যাবো
দেশের উন্নয়নে ।
রাস্তা ঘাট কলকারখানা
সড়ক জন পথ ,
নুতন করে করবো মোরা
এই হোক মনোরত ।
পানি বিদ্যুত্ গ্যাস অপচয়ে
থাকবো সচেতন ,
আয়কর দেব সবাই
হবে মোদের পন ।
চারিদিকে দেখুন সবে
উন্নয়নের ধারা ,
বাড়ছে ছাড়া কমছে নাতো
পরছে দেশে সারা ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
এক সারিতে এসে ,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
থাকবো মিলে মিশে ।
এ দেশ তোমার এ দেশ
আমার
এ দেশ সবার ভাই ,
উন্নয়নে এগিয়ে যাবো
সবাই মিলে তাই ।
কামার কুমার কৃষক মজুর
আমার গাঁয়ের চাষা ,
দেশের কাজে এগিয়ে যাবো
দেশ কে ভালোবাসা ।
বঙ্গবন্ধুর বাংলাদেশ
তুলনা যার নাই ,
সুখে দুঃখে মিলে মিশে
থাকবো যে সবাই ।
কবি, আব্দুর রহিম