আ হ জুবেদঃ ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত কুয়েত শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সদ্য অনুমোদন প্রাপ্ত সংগঠনটি।
শুক্রবার (১০ই জানুয়ারি) কুয়েতের হিজিল এলাকার এক রেসোর্টে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
স্থানীয় সময় বিকেল ৫টায় আয়োজক সংগঠনের যুগ্ম আহবায়ক আ হ জুবেদের পরিচালনায় ও আহবায়ক মোহাম্মদ শামিম আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজঃ) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা আতাউল গনি মামুন, উপদেষ্টা আকবর হুসেন, উপদেষ্টা জামাল আহমেদ, উপদেষ্টা
মোহাম্মদ হেবজু, ডাক্তার মনিরুজ্জামান ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, সংগঠক ফয়েজ কামাল, ইমাম উদ্দিন বাদল,কোরবান আলী ও কামরুজ্জামান টিটু।
বক্তব্য রাখেন, প্রবাসী সংগঠক শাহ নেওয়াজ নজরুল,নাসের উদ্দিন খোকন, ময়নুল আল ইসলাম, কামাল হুসেন, সংঠনের যুগ্ম আহবায়ক আবুল কালাম, মাহমুদুর রহমান, সাংবাদিক শরিফ মিজান মোহাম্মদ বাহারসহ অনেকে।
অনুষ্ঠান চলাকালীন ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমান রেজার পাঠানো অডিও ভয়েসের বক্তব্য বাজিয়ে শুনানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আনিসুজ্জামান ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম কুয়েত শাখার আহবায়ক কমিটির অনুমোদন পাওয়াতে সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সংস্কৃতি চর্চা এক বড় ভূমিকা রাখে।
কুয়েত দূতাবাসের জ্যেষ্ঠ এ কর্মকর্তা জানান, সাংস্কৃতিক অঙ্গনের এ ধরনের সংগঠনকে নিয়ে কুয়েত দূতাবাস প্রতি বছরই নানা আয়োজন করে যাচ্ছে।
পাশাপাশি ভবিষ্যতে দূতাবাসের সাংস্কৃতিক আয়োজনে সদ্য অনুমোদন প্রাপ্ত এ সংগঠনটি জোরালো ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দরা ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সাথে যুক্ত হতে পেরে সন্তুষ্টির কথা প্রকাশের পাশাপাশি দেশের কৃষ্টি, কালচার বিদেশের মাটিতে তুলে ধরার কথা জানান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন ; তাঁদের সকলের সম্মানার্থে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের যুগ্ম আহবায়ক, কণ্ঠশিল্পী মোহাম্মদ জাহিদ, কণ্ঠশিল্পী আবুল কালাম, সদস্য কণ্ঠশিল্পী রুনা আক্তার কেয়া, সদস্য সজিব দেবসহ স্থানীয় কণ্ঠশিল্পীরা।