ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ইতালিতে অবস্থানরত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে ইতালীর পালেরমোতে যাত্রা শুরু করলো “গোলাপগঞ্জ উপজেলা সমিতি” নামে একটি সামাজিক সংগঠন।
গত সোমবার সন্ধ্যায় স্থানীয় সান্তাকিয়ারা মিলনায়তনে পালেরমোতে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্টজনের উপস্থিতে এই সমিতি গঠন করা হয়।
সিলেট জেলা সমিতি পালেরমো ইতালীর সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন মাওলানা আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সমিতি পালেরমোর সভাপতি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি ইতালি শাখার সভাপতি রাহেল আহমেদ তালুকদার।
সভায় উপস্থিত সকলের মতামত ও সর্বসম্মতিক্রমে কমিটির আংশিক পদ নির্ধারণ করা হয়। নজরুল হুদা চৌধুরীকে সভাপতি, হোসেইন আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত করে। সমিতিতে পদ পাওয়া অন্যান্যরা হলেন, সাইস্তা আহমেদ সিনিয়র সহ সভাপতি, রাহেল আহমেদ তালুকদার সহ সভাপতি, ফয়সল আহমেদ সহ সভাপতি, , সাহাজান খান সহ সাধারণ সম্পাদক, আব্দুল আহাদ সাংগঠনিক সম্পাদক, সেলিম উদ্দিন কোষাধ্যক্ষ, খসরু মিয়া সহ কোষাধ্যক্ষ মনোনীত হন।
কমিটি গঠনের পূর্বে এই সমিতির কার্যকারিতা ও তার লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, গোলাপগঞ্জবাসীর সুখে দুঃখে সবসময় পাশে থাকাই হবে এই সমিতির প্রধান লক্ষ্য। এই সমিতির মাধ্যমে পালেমোতে গোলাপগঞ্জবাসী একটি অভিবাক সমিতি পাবেন, যা একে অন্যের সাথে সু সম্পর্ক গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও সমিতির নির্বাচিত নের্তৃবৃন্দ পালেরমোতে বসবাসরত গোলাপগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা করেন সকলে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই