সংযুক্ত আরব আমিরাতের আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আল আইন শাখা ও আল আইন বাজার শাখার যৌথ উদ্দ্যোগে আল আইন টাউনস্হ আলাদ্দীন রেষ্টুরেন্ট হল রুমে পবিত্র শোহদায়ে কারবালার স্মরণ ও আওলাদে রাছুল,হাফেজ, ক্বারী, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ( রা:) এর বার্ষিক ফাতেহা উপলক্ষে এক আলোচনা সভা ও আল আইন বাজার শাখার অভিষেক ২০১৬ ইং অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ৭/১০/২০১৬ আল আইন বাজার শাখার সভাপতি মো: মামুনুর রশীদের সভাপতিত্বে ওও আল আইন শাখার সাধারন সম্পাদক এম,সেলিম উদ্দীনের উপস্হাপনায় এ অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্হীত ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেল যথাক্রমে নুরুল আমিন চৌধুরী ও স,ম, হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্হীত ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্হীত ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারী, আবুধাবী রাজধানী শাখার সাধারন সম্পাদক, আশেকানে মাইজভান্ডারী আল আইন শাখার সভাপতি ও গাউছিয়া কমিটি বাংলাদেশ আল আইন চেনাইয়া শাখার সহ সভাপতি যথাক্রমে মোহাম্মদ নাছের সিকদার,মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ লোকমান ও মওলানা কুতুব উদ্দীন।