স্টাফ রিপোর্টারঃ ২০০০ সালে আরিফ হত্যা মামলার ৬ জন পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে চট্রগ্রামের চাঁদগাওঁ থানাকে আদেশ দিয়েছেন চট্রগ্রামের ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।যা চান্দগাঁও থানায় মামলা নং ১৮(১)২০০০ এবং সূত্র ২৭৮/০৯ হিসেবে তালিকাভুক্ত আছে।দীর্ঘ সূত্রতার পর ১৫,০১,২০০০ সালে অভিযোগ পত্র দাখিল করে শুরু হওয়া মামলাটির গুরুত্বপূর্ণ রায় দেয় বিজ্ঞ আদালত।প্রাথমিকভাবে ১৯ জন চিহ্নিত ও ৬/৭ জন অজ্ঞাত নামার বিপক্ষে শুরু করা মামলাটিতে ২০০৬ সালে আরও ১৭ জনের বিপক্ষে নতুন করে অভিযোগ পত্র দাখিল করা হয়।৩৬ জনের মধ্যে মোজাফ্ফর ও রিয়াদ নামে ২ জনকে ফাঁসি সহ,৪ জনকে যাবত জীবন,০৯ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় মহামান্য আদালত।বাকিদের বেখসুর খালাস দেওয়া হয়।যারা এখনও পর্যন্ত পলাতক আছে তারা হল ১। বি,এম,এম তামজীদ পিতা-মোহাম্মদ ইসহাক সাং-খন্দকিয়া,ডাকঘর-ইউনুছ নগর,থানা-হাটহাজারী,চট্রগ্রাম বর্তমান ঠিকানা-চাঁদ মিয়া মুন্সি লেইন, ডি.সি রোড থানা-
চাঁদগাও,চট্রগ্রাম,প্রচার সম্পাদক,বাংলাদেশ জামাত ই ইসলাম,চট্রগ্রাম মহানগর উত্তর ২।হামিদ প্র: হামিদ হোসেন,পিতা-মৌলভী কামাল,সাং-সাপাঁচডি মৌলভি সামসুর রহমানের বাড়ি,(রাশিদিয়া প্রাইমারি স্কুলের নিকট),থানা-বাঁশখালী,চট্রগ্রাম ৩।রহমত প্র: রহমতুল্লাহ পিতা-মোজাফ্ফর আহমদ সাং-মগনামা পশ্চিম কুল থানা-পেকুয়া,কক্সবাজার ৪।রিয়াদ পিতা-জামাল উদ্দিন,সাং- মিয়ার বাপের বাডি,ডি.সি রোড,থানা-বাকলিয়া,চট্রগ্রাম ৫।সুজন,পিতা-মৌলভী একরামুল করিম,সাং-জাফরাবাদ,থানা-চন্দনাইশ,চট্রগ্রাম ও ৬।সেলিম প্র:মোজাহেদুল ইসলাম সেলিম,পিতা-আবুল কাসেম মাতব্বর,সাং-নজির আলী মাতব্বরের বাডি,খৈয়ার বিল,থানা-কুতুবদিয়া,কক্সবাজার। চট্রগ্রামের চাঁদগাওঁ থানা তাদেরকে অতিশিগগিরই আত্মসমর্পন করতে বললেও তা না করাতে গ্রেফতারের জন্য নোটিশ দিয়েছেন।এই ঐতিহাসিক রায়ে বাদী সিরাজুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করলেও বিবাদী পক্ষের লোকজন ও আইনজীবীরা ভিন্ন মত পোষন করেছেন।মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।