সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) জিয়া পরিষদ ইউএই’র আহ্বায়ক মোস্তফা মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ্‘র সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার।
ইসমাইল হোসেন তালুকদার বলেছেন, বাংলাদেশের সবচেয় জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রাখার মূল কারণ বিএনপিকে পঙ্গু করা। সাবেক প্রধানমন্ত্রী যেখানে চিকিৎসা পাচ্ছে না, সেখানে সাধারণ জনগণ তো আরও নাজুক অবস্থায় রয়েছে। আপসহীন নেত্রীর সুচিকিৎসার দাবিতে আবার রাজপথে নামতে হবে। দেশের মানুষের শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থানসহ মৌলিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে৷
তিনি ‘ছাগলকাণ্ড’র দিকে ইঙ্গিত করে বলেন, গুলির ভয়ে মানুষ যাদের ধরতে পারেনি, আজ এক ছাগলই তাদের নাকানিচুবানি খাওয়াচ্ছে।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক। বিশেষ অতিথি ছিলেন আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহীন। উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী, মুজিবুল হক মঞ্জু, নাছিম উদ্দিন চৌধুরী, হাবিব খান, যুবনেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউনুস, হুমায়ুন কবির সুমন, শহীদ, এরশাদ, সজিব গাজী, নিজাম, শহীদ, লোকমান, আতিকুল ইসলাম, শাহেদুল ইসলাম, ইউনুচ, আবুল হাসেম, মোস্তাফিজুর রহমান, ইমন, কবির, শাহেদুল ইসলাম, ফিরোজ, সাত্তার ইমাম হোসেন ইমনসহ অনেকেই।