এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি: একুশে টেলিভিশনের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী দর্শক ফোরামের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্যদিয়ে একুশে টেলিভিশনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো।
গত ১৭ এপ্রিল সারজা হুদায়বিয়া হোটেল বলরুমে বিশিষ্ঠজনের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়্। সাপ্তাহিক কর্মদিবস থাকার পরেও প্রবাসীদের উপস্থিতি ছিল বেশ। শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
একুশে টিভির আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের ততাবধানে ও এস এম কামালের সঞ্চালনায় এতে প্রবাসীরা একুশে টিভির সার্বিক সাফল্য কামনা করে তাদের চা্ওয়া পা্ওয়া তুলে ধরেন।
এ সময়ে ফোরামের প্রধান উপদেষ্ঠা ডা : সৈয়দ নুর মোহাম্মদ, ইউএই আ’লীগের সভাপতি আল মামুন সরকার, প্রকৌশলী আবু নাছের, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মাহাবুব আলম, ইউএই বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, দুবাই বিজনেস কাউন্সিলের সিনি : সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, অধ্যাপক আবদুস সবুর, জহিরুল ইসলাম, হাজী শরাফত আলী, জসিম উদ্দিন, আবুল হোসেন, মীর মোহাম্মদ খালেদ, আবুধাবী বিএনপির নেতা আবদুল কুদ্দুস খালেদ, মোহাম্মদ ফরিদ, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি প্রকৌ : ফারুক মাহমুদ চৌধুরী, জর্জ খান, দেশের খবর সম্পাদক এনাম পাশা, এনটিভির প্রতিনিধি শিবলী সাদিক, মাই টিভির প্রতিনিধি সিরাজুল হক, কাজী মোহাম্মদ আলী, ইউএই যুবলীগ সেক্রেটারী এস এম নিজাম, হাজী কামাল উদ্দিন, সাইফুদ্দিন আহমেদ, এটিএম জায়েদ চৌধুরী, নুরুল আলম, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী আবু হেনা, মীর আহাম্মদ, শামস আহমেদ, শহিদুল্লাহ রাব্বি শিমুল,মিসেস কাউছার নাছ, শবনম আখতার,মিসেস সাঈদা দিবা,শেফালী আখতার আখী, নাজনিন জায়েদ, পপি পারভেজ, এস এস এম শফিকুল ইসলাম, খোরশেদ মোবারক, রুনু চৌধুরী,মিসেস সায়মা সবুর, শাহিনা আখতার চৌ:, নিশাত জাহান নিশু, জায়েদ চৌধুরী, মো: নুরুন্নবী ভুইয়াআদুল লতিফ, মোহাম্মদ ফাহাদ আলী, শামসুল হক, মোহাম্মদ ইউচুপ, মামুনুর রশদ, মোহাম্মদ মাহাবুব, মাজাহারুল আলম মাহবুব,জাহাঙ্গীর আলম রুপু, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ মুন্না, হানিফ সিকদারম জাহেদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আজম, তহিদুল আলম জিলানী,হাজী আবু তাহের, দেলোয়া হোসেন চৌধুরী, জসিম উদ্দিন পলাশ,দেলোয়ার হোসেন, এনুমুল হক চৌধুরী, কাজী আনোয়ারুল আজিম, প্রকৌশলী মাহে আলম, আবুল কাশেম,এনানুল হক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ।
বক্তারা বলেন, একুশে টেলিভিশন দেশের কোটি কোটি মানুষসহ প্রবাসীদের কাছে একটি জনপ্রিয় টেলিভিশন। এই টেলিভিশনের সম্প্রচারে শুরু থেকে নানা চড়াই উতরায় পেরিয়ে আ্জ্ও টেলিভিশনটি তার ঐতিহ্য ধরে রেখেছে। বিশেষ করে এই টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ ও জনপ্রিয় বিনোদন মূলক অনুষ্ঠান প্রচার করে কোটি মানুষের হুদয় জয় করে টেলিভিশনটি অবস্থান করে নিয়েছে। ভবিষ্যতে এই অবস্থান টেলিভিশনটির জনপ্রিয়তা ধরে রাখার প্রচেষ্ঠা অব্যাহত রাখবে। সেই প্রত্যাশায় করেছন প্রবাসীরাও।
বক্তারা আরো বলেন, একুশে টেলিভিশনটি প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয়। সেই ক্ষেত্রে প্রবাসীদের খবর গুলো বেশী করে প্রচার করার দাবী জানান বক্তারা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই