অনেক রক্ত,অকালেই ঝরছে কারো তাজা প্রাণ,বিধ্বংসী কর্মকাণ্ড চলছে অহরহ, সুধীজনেরা খুঁজছে এর সমাধান।
কেউ কোটা পক্ষ, কেউ মেধা পক্ষ আর কেউ বলে চাইনা সংঘাত হোক অচিরেই এর অবসান।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভূখণ্ডে সবার বসতভিটে এটি নয় কারো অজানা,
রাষ্ট্র সবার,জাতি-সমাজও সবার, ক্ষতি হোক বিন্দুমাত্র এমন একজন কারো শাসকগোষ্ঠী সেটি চাইবে না।
ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম এর বিপক্ষে কেউ নয়, কারো প্রতি অবিচার হোক সেটিও সমীচীন নয়,তবে সেটি অর্জনে রাষ্ট্র, জাতি কিংবা সমাজের যেনো ক্ষতি না হয়।
এ কদিনে হয়েছে অনেক, দেখেছি-দেখছি বিধ্বংসী কর্মকাণ্ড, হাসি-কান্নার মাঝে এক বাংলাদেশ।
কে কী বললো, সেসব কথার কভু হবেনা কখনো শেষ, আমার কথা এখানেই হোক শেষ।