বিনোদন ডেস্ক: নীল পর্দায় অভিনয়ের পর বলিউডে এসে তারকা খ্যাতি পেয়েছেন সানি লিওন। তাকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। আর সেই সিনেমার শুটিংয়ে গিয়ে আবেগে হাওমাও করে কেঁদেছেন তিনি। পুরনো সেই দিনের কথা মনে পড়ায় হঠাৎই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে সানি বলেন, শুটিংয়ের প্রথম দিকে আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। তবে যত শুটিং এগিয়েছে, ততই পুরনো অনেক কথা মনে পড়েছে। শুটিংয়ের সময় এমন বহু সময় গেছে যখন তিনি অভিনয় করতে গিয়ে আবেগতাড়িত হয়েছি।
তিনি আরও জানান, আমি যখন নিজের কাজের কথা বাবাকে জানাই তখন তিনি সেটা শুনে ভেঙে পড়েন। এই দৃশ্য শুট করার সময় নিজের আবেগ ধরে রাখতে পারিনি। শুটিং সেটেই আমি কেঁদে ফেলি।
ওই সময়ে শুটিং সেটে উপস্থিত ছিলেন সানির স্বামী ড্যানিয়েল। তিনিই সানিকে সান্ত্বনা দেন।